ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে আউটের সিদ্ধান্ত মানতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ডাগ আউটে এসে ক্ষোভ ঝাড়তে থাকেন। শুধু তাই নয় মোবাইলে রিপ্লে দেখে বকাবকি করতে থাকেন। তারপর ছুটে যান সাকিবের কাছে।মোবাইলে রিপ্লে দেখিয়ে বিচার দেন সাকিবের কাছে। এ কারণে তাকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।
লেভেল-১ পর্যায়ের এই অপরাধের জন্য তাকে জরিমানা করা হয়েছে। আয়োজক সংশ্লিষ্টদের এক বিবৃতিতে এমনটা জানা গেছে।
সিটি ক্লাবের বিপক্ষে মোহামেডানের ম্যাচটিতে আসিফ হাসানের করা ১৪তম ওভারের শেষ বলটি মিরাজের প্যাডে লাগতেই ফিল্ডারদের এলবিডব্লুর জোরালো আবেদন শুর হয়। আম্পায়ার সে আবেদনে ইতিবাচক সাড়া দেন, তারপরই ক্ষেপে ওঠেন মিরাজ।
বিকেএসিপর মাঠে চতুর্থ আম্পায়ার অমিত মজুমদার মিরাজের কাছাকাছিই ছিলেন। আম্পায়ারকে ডেকে সেই ভিডিও দেখিয়ে মিরাজ তার কাছে বিস্ময় প্রকাশ করেন। এ সময় তাকে ক্ষোভের সঙ্গে কথা বলতে দেখা গেছে। পরে সতীর্থ সাকিব আল হাসানকেও এই ভিডিও দেখান।
যদিও ম্যাচ কর্মকর্তাদের মনে হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত যা-ই হোক, সেটা মেনে নেয়া উচিত ছিল মিরাজের। তার এমন আচরণকে লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করেছে ম্যাচ রেফারি। একইসঙ্গে এই আইনে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে তাকে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























