হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দশজন আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।





















