চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪তম আসরে চকরিয়ার তারেকুল ইসলাম জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। গত বছর জীবনের কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন শাহজালাল।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে লড়াইয়ে নামে জীবন ও শাহজালাল। চূড়ান্ত কুস্তিতে সাত মিনিটের লড়াইয়ের পর শাহজালাল বলীকে বিজয়ী ঘোষণা করা হয়।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ খেলায় ২০২২ সালে রানার্সআপ হলেও, তার আগের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহজালাল। নিজের হারানো মসনদ ফিরে পেয়ে তাই বেশ উচ্ছ্বসিত তিনি।
এর আগে গত বছর ১০০ জন কুস্তিগির অংশ নিলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১৪-তে। প্রতিযোগিতায় তৃতীয় হন খাগড়াছড়ির সৃজন চাকমা আর চতুর্থ স্থান অধিকার করেন আনোয়ারার আব্দুর নূর।
১১৪ বছর আগে ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে একত্রিত করার জন্য আব্দুল জব্বার সত্তদাগর এ খেলার প্রচলন করেছিলেন।

























