০৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়ে পাকিস্তান। সে সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাবর আজমের দল। করাচিতে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ইমাম-উল হক ও বাবর আজমের দুই হাফ সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৭ রান। জবাব দিতে নেমে ৪৯.১ ওভারে ২৬১ রান তুলতেই অলআউট হয় নিউজিল্যান্ড।

জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইল ইয়ং এবং টম ব্লান্ডেলের উদ্বোধনী জুটি ভালোই খেলেছিল। ৮৩ রানের জুটি গড়ে তুলেছিলেন তারা। ৪১ বলে ৩৩ রান করেন উইল ইয়ং। টম ব্লান্ডেল ৭৮ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। তবে নিউজিল্যান্ডের দুর্ভাগ্য, দুই ওপেনারই ভালো খেলতে খেলতে রানআউট হয়ে যান।

এরপর ড্যারিল মিচেল খেলেন ২৪ বলে ২১ রানের ইনিংস। ৬০ বলে ৪৫ রান করেন টম ল্যাথাম। লেট মিডল অর্ডারে কোল ম্যাকোনচি ৪৫ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু এই ঝোড়ো ইনিংস সত্ত্বেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। পরের উইকেটগুলো দ্রুত পড়ে যায়।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে উইকেট। এক উইকেট নেন আগা সালমান। তিনজন ব্যাটারই হলেন রানআউট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটার ফাখর জামান ১৯ রান করে আউট হলেও ইমাম-উল হক ও বাবর আজম মিলে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন।

ইমাম-উল হক করেন ১০৭ বলে ৯০ রান এবং বাবর আজম করেন ৬২ বলে ৫৪ রান। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২ এবং আগা সালমান করেন ৩১ রান।

বিজনেস বাংলাদেশ / হাবিব

 

ট্যাগ :
জনপ্রিয়

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

প্রকাশিত : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়ে পাকিস্তান। সে সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাবর আজমের দল। করাচিতে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ইমাম-উল হক ও বাবর আজমের দুই হাফ সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৭ রান। জবাব দিতে নেমে ৪৯.১ ওভারে ২৬১ রান তুলতেই অলআউট হয় নিউজিল্যান্ড।

জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইল ইয়ং এবং টম ব্লান্ডেলের উদ্বোধনী জুটি ভালোই খেলেছিল। ৮৩ রানের জুটি গড়ে তুলেছিলেন তারা। ৪১ বলে ৩৩ রান করেন উইল ইয়ং। টম ব্লান্ডেল ৭৮ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। তবে নিউজিল্যান্ডের দুর্ভাগ্য, দুই ওপেনারই ভালো খেলতে খেলতে রানআউট হয়ে যান।

এরপর ড্যারিল মিচেল খেলেন ২৪ বলে ২১ রানের ইনিংস। ৬০ বলে ৪৫ রান করেন টম ল্যাথাম। লেট মিডল অর্ডারে কোল ম্যাকোনচি ৪৫ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু এই ঝোড়ো ইনিংস সত্ত্বেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। পরের উইকেটগুলো দ্রুত পড়ে যায়।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে উইকেট। এক উইকেট নেন আগা সালমান। তিনজন ব্যাটারই হলেন রানআউট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটার ফাখর জামান ১৯ রান করে আউট হলেও ইমাম-উল হক ও বাবর আজম মিলে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন।

ইমাম-উল হক করেন ১০৭ বলে ৯০ রান এবং বাবর আজম করেন ৬২ বলে ৫৪ রান। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২ এবং আগা সালমান করেন ৩১ রান।

বিজনেস বাংলাদেশ / হাবিব