পাকিস্তান যুব দলের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও স্বাগতিক টাইগাররা হেরেছে। তাতে ব্যর্থতার ষোলোকলাপূর্ণ করেছে বাংলাদেশের যুবারা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। দুই ওপেনার ৭২ রানের জুটি গড়েন যেখানে ৫২ রান একাই করেন জিসান আলম। ডানহাতি ব্যাটসম্যান মাত্র ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান ২০০ স্ট্রাইক রেটে। আরেক ওপেনার মইনুল ইসলাম তন্ময়ের ব্যাট থেকে আসে কেবল ২১ রান।
শুরুর ব্যাটিংয়ের মতো পরবর্তীতে আর কেউ ছন্দ ধরে রাখতে পারেননি। অধিনায়ক আহরার আমিন ১০ বলে ২০ রান করেন ৩ ছক্কায়। এছাড়া অভিজ্ঞ অরিফুল ইসলাম ২৫ বলে ৩০ রান করেন। শেষ দিকে আশিকুর রহমান শিবলির ১২ বলে ১৮ রানের সুবাদে বাংলাদেশের পুঁজি হয় ১৫৯ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে ২টি উইকেট নেন আহমেদ হোসেন। ১টি করে উইকেট পান আমির হাসান, আলী আসফান্দ ও মোহাম্মদ তাহির।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ওপেনার শাহজায়িব খান রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন। কিন্তু আরেক ওপেনার শামিউল হুসেন ছিলেন অবিচল। উইকেটের চারিপাশে দুর্দান্ত সব শট খেলে রানের খাতা চালু রাখেন। তাকে সঙ্গ দেন সাদ বেইগ (২৪) ও তায়েব আরিফ (১৬)। একপ্রান্তে শামিউল তুলে নেন ফিফটি।
অন্যদিকে ক্রিজে এসে ঝড় তোলেন আরাফাত মিনহাস। ২২ বলে ৪১ রান আসে তার ব্যাট থেকে। ৭ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংসটি। তবে তারা কেউই দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ম্যাচসেরার পুরস্কার পাওয়া শামিউল ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন।
বল হাতে বাংলাদেশের সেরা ছিলেন ইকবাল হোসেন ইমন। ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া বর্ষণ ২টি ও আরিফুল ১টি উইকেট নেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























