পূর্ব বিরোধের জেরে সাভারে দুই সহোদরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। সাভার সদর ইউনিয়নের উত্তম কলমা এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের ধরে উত্তর কলমা এলাকায় হিরু শিকদারের ছেলে আলম শিকদার (৩৩) ও আরশাদ শিকদারকে (৩০) কুপিয়ে জখম করে জিনজিরা এলাকার সন্ত্রাসী সাইফুল, নাজমুল, আতিক ও মিরাজ। সন্ত্রাসীরা তাদেরকে মৃত ভেবে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্য নাছির আহমেদ জানান, দুইজনের সারা শরীরের কোপানোর চিহ্ন থাকায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, ওই সন্ত্রাসীদের কারণে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















