০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রের্কড!

অপর প্রান্তে পৌঁছানোর আগেই মাথার হেলমেট খুলতে থাকেন, প্রান্তে পৌঁছেই দুই হাত ওপরে তুলে শূন্যে লাফালেন! কারণ এই একও রান দিয়ে তিনি শতক পূরণ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত এক শতক বাগিয়ে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। আর তাতে মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল মুমিনুলের দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ২০১৮ সালে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন মুমিনিল।

শান্তর শট ওয়াইড স্লিপ অঞ্চল দিয়ে চলে যাচ্ছিলো বাউন্ডারির দিকে। নাসির জামাল দারুণ ফিল্ডিংয়ে বল বাঁচিয়ে পাঠালেন উইকেটকিপারের দিকে। জাইর তৃতীয় রান নিতে গিয়েই বাঁধে বিপত্তি। জাকির পৌঁছানোর আগেই উইকেটরক্ষক ভেঙে দেন স্ট্যাম্প। ৭১ রানে থামে জাকিরের ইনিংস। ৯৫ বলে ৮ চারে এই ইনিংসটি খেলেন জাকির। ভেঙে যায় যায় শান্তর সঙ্গে গড়া ১৭৩ রানের জুটি। ক্রিজে শান্তর সঙ্গী মুমিনুল।

চারশ ছাড়ালো বাংলাদেশের লিড

শান্ত-জাকিরের অবিচ্ছেদ্য জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। ১৬৬ বলে দুজনের গড়া তৃতীয় উইকেটের জুটি থেকে আসে ১৫০ রান। ইতিমধ্যে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ৪০০ রান। দুজনে ওভার প্রতি পাঁচের বেশি করে রান তোলার চেষ্টা করছেন।

তৃতীয় দিনের খেলা শুরু
বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের তৃতীয় দিন (শুক্রবার) মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। ৩৭০ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। শান্ত-জাকির সমান ৫৪ রানে দিন শুরু করেন।

বাংলাদেশ তৃতীয় দিন পুরোটাই ব্যাটিং করতে চায়। এমনটাই জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দিনের শুরুতে তিনি বলেন, ‘আমাদের মতামত হলো, আমরা সারাদিন ব্যাটিং করতে যাচ্ছি। আমরা দেখতে চাই এমন কন্ডিশনে আমরা কিভাবে এগোতে পারি কারণ এটা একমাত্র টেস্ট।’

দ্বিতীয় দিন শেষে লিড ৩৭০

২৩৬ রানে এগিয়ে থেকে খেলতে নেমে ১ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। লিড ৩৭০ রান। সমান ৬৪ বল খেলে শান্ত-জাকির অপরাজিত আছেন সমান ৫৪ রানে। এর আগে জয় আউট হন ১৭ রানে। দুজনের জুটি থেকে আসে ১২৮ বলে ১১৬ রান। ১টি উইকেট নেন আমির হামজা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রের্কড!

প্রকাশিত : ১১:৪২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

অপর প্রান্তে পৌঁছানোর আগেই মাথার হেলমেট খুলতে থাকেন, প্রান্তে পৌঁছেই দুই হাত ওপরে তুলে শূন্যে লাফালেন! কারণ এই একও রান দিয়ে তিনি শতক পূরণ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত এক শতক বাগিয়ে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। আর তাতে মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল মুমিনুলের দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ২০১৮ সালে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন মুমিনিল।

শান্তর শট ওয়াইড স্লিপ অঞ্চল দিয়ে চলে যাচ্ছিলো বাউন্ডারির দিকে। নাসির জামাল দারুণ ফিল্ডিংয়ে বল বাঁচিয়ে পাঠালেন উইকেটকিপারের দিকে। জাইর তৃতীয় রান নিতে গিয়েই বাঁধে বিপত্তি। জাকির পৌঁছানোর আগেই উইকেটরক্ষক ভেঙে দেন স্ট্যাম্প। ৭১ রানে থামে জাকিরের ইনিংস। ৯৫ বলে ৮ চারে এই ইনিংসটি খেলেন জাকির। ভেঙে যায় যায় শান্তর সঙ্গে গড়া ১৭৩ রানের জুটি। ক্রিজে শান্তর সঙ্গী মুমিনুল।

চারশ ছাড়ালো বাংলাদেশের লিড

শান্ত-জাকিরের অবিচ্ছেদ্য জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। ১৬৬ বলে দুজনের গড়া তৃতীয় উইকেটের জুটি থেকে আসে ১৫০ রান। ইতিমধ্যে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ৪০০ রান। দুজনে ওভার প্রতি পাঁচের বেশি করে রান তোলার চেষ্টা করছেন।

তৃতীয় দিনের খেলা শুরু
বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের তৃতীয় দিন (শুক্রবার) মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। ৩৭০ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। শান্ত-জাকির সমান ৫৪ রানে দিন শুরু করেন।

বাংলাদেশ তৃতীয় দিন পুরোটাই ব্যাটিং করতে চায়। এমনটাই জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দিনের শুরুতে তিনি বলেন, ‘আমাদের মতামত হলো, আমরা সারাদিন ব্যাটিং করতে যাচ্ছি। আমরা দেখতে চাই এমন কন্ডিশনে আমরা কিভাবে এগোতে পারি কারণ এটা একমাত্র টেস্ট।’

দ্বিতীয় দিন শেষে লিড ৩৭০

২৩৬ রানে এগিয়ে থেকে খেলতে নেমে ১ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। লিড ৩৭০ রান। সমান ৬৪ বল খেলে শান্ত-জাকির অপরাজিত আছেন সমান ৫৪ রানে। এর আগে জয় আউট হন ১৭ রানে। দুজনের জুটি থেকে আসে ১২৮ বলে ১১৬ রান। ১টি উইকেট নেন আমির হামজা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব