নরসিংদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী (৪৫) নাম এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াশাল পৌরসভার পলাশ থানায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
পলাশ থানার উপ পরিদর্শক (এসআই) মোজাফ্ফর জানান, রাতে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছিলেন ইমান আলী ও তার সহযোগীরা। খবর পেয়ে সেখানে র্যাব-১১’র একটি দল অভিযান চালায়। এসময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে ইমান আলীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ইমান আলীর বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে।





















