ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানদের বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশ ‘এ’ দলের। এমন সমীকরণের ম্যাচে খেলতে নেমে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরলেন টাইগার ব্যাটার মাহমুদুল হাসান জয়। ১২ চার ও ২ ছক্কায় সাজানো ১১৩ বলে তার শতরানের অনবদ্য ইনিংসে ভর করে ৩০৮ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ ‘এ’ দল।
শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে আগের দুই ম্যাচে এক জয় আর এক হারে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইয়াং টাইগাররা। আর নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে শীর্ষস্থান ধরে রেখেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ।
মঙ্গলবার, ১৮ জুলাই কলম্বোর পিসারা ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। তবে শুরুটা ভালো হয়নি টিম বাংলাদেশের। টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফিরলে চাপে পড়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। এরপরই জুটি বেঁধে দলকে এগিয়ে নেন জয়-জাকির জুটি। জাকিরের বিদায়ের পর জয়ের সঙ্গে হাল ধরেন অভিজ্ঞ সৌম্য সরকার। শেষ দিকে ঝোড়ো ইনিংসে দলীয় সংগ্রহ তিনশ পার করেন শেখ মেহেদী।
ব্যক্তিগত মাত্র ৯ রানে ওপেনার তানজীদ হাসান তামিমের বিদায়ের পর দ্রুত বিদায় নেন আরেক ওপেনার নাঈম শেখও। ব্যক্তিগত ১৮ রানের মাথায় এই বাঁহাতি ওপেনার প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরই দলের অধিনায়ক সাইফ হাসানও বিদায় নেন ব্যক্তিগত ৪ রানে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























