ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান।
শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
এর আগে, প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই সেমিফাইনাল থেকে দুই দল ফাইনালে খেলবে। ফাইনাল ম্যাচটি ২৩ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























