বগুড়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে বগুড়ার বীরগ্রাম নামক স্থানে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বীরগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
বগুড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।





















