শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে ও সাঁতার সম্পর্কে মানুষকে আগ্রহী করতে সিরাজগঞ্জ থেকে চৌহালী পর্যন্ত ৫০ কিলোমিটার অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। শনিবার সকাল ৯টায় সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা জেলার হার্ড পয়েন্ট থেকে শুরু করে চৌহালী উপজেলার খাষকাউলিয়া জোতপাড়া ঘাটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট ১৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রথম হয় বগুড়া জেলার রাব্বী রহমান, দ্বিতীয় গাইবান্ধা জেলার মো. সোহাগী আক্তার, তৃতীয় হয় টাঙ্গাইল জেলার বদর উদ্দিন ৷
আয়োজকরা জানান, মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই এমন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিতে সারাদেশ থেকে নামকরা মোট ১৭ জন সাঁতারু রেজিস্ট্রেশন করেন। কিন্তু অংশ নিয়েছেন মোট ১৬ জন। একজন ৩০ কিলোমিটার সাঁতরিয়ে থেমে যান তারা সকাল ৯টায় হার্ড পয়েন্ট নিচ থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন। সাঁতার কেটে ৫০ কিলোমিটার দূরে চৌহালীর খাষকাউলিয়া জোতপাড়া ঘাটে পৌঁছান বিকাল ৩.১০ ঘটিকায় ।
তিনি বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার জন্য আগ্রহী করতে সারাদেশেই কাজ করছেন তারা।
সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মো: দেলোয়ার হোসেন, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক ফেরদাউস আলম, সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।