সিলেটে হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর মিরেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিরেরগাঁও গ্রামের মো. বদই আলীর ছেলে বাবুল মিয়া (২৩), আমিন মিয়া (১২) ও ইমন মিয়া (৮)।
জালালাবাদ থানার ওসি শফিকুল হক বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে
বলেন, বিকেলে বাবুল, আমিন এবং ইমন বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





















