০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

করুনারত্নেকে ফিরিয়ে প্রথম আঘাত হাসানের

অফ স্টাম্প লাইনে প্যাডের ওপর পেয়ে ঘুরিয়ে মারার পর ফুললেংথ থেকে স্ট্রেইট ড্রাইভে চার। হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছিলেন করুনারত্নে। হাসান ঘুরে দাঁরালেন দুর্দান্তভাবে। দুর্দান্ত সিম পজিশন, লেংথ থেকে উঠছিল বলটা। স্টাম্প রক্ষা করতে ব্যাট বাড়াতে বাধ্য হলেন করুনারত্নে, তাতেই আউটসাইড-এজ। বাকি কাজটা উইকেটের পেছনে করেছেন মুশফিক। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন হাসান। শ্রীলঙ্কা তুলেছে ৩৪ রান।

উইকেটে মুভমেন্ট আছে। দুই স্লিপ নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং-ও আছে। কিন্তু নিজের প্রথম ওভারে শরীফুল, পরে নিজের দ্বিতীয় ওভারে তাসকিন ঠিক লাইনটা খুঁজে পাননি। অফ স্টাম্পের বাইরের লাইনে বা ডাউন দ্য লেগে করেছেন তাঁরা, করুনারত্নে ও নিসাঙ্কা যেগুলোর বিপক্ষে নিরাপদ পথে হেঁটেছেন। শরীফুলের বল প্যাডের ওপর পেয়ে চারও মারেন করুনারত্নে।

চতুর্থ ওভারে শরীফুলের জায়গায় হাসান মাহমুদকে আনেন সাকিব। হাসান অবশ্য হুমকি তৈরি করেছেন। করুনারত্নে ফ্লিক করতে গিইয়ে ক্যাচের মতো তুলেছিলেন, যদিও সেটি মিডউইকেট বা মিড অনের ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি। এরপর আউটসাইড-এজ তাক করে বোলিং করেছেন।

নিজের তৃতীয় ওভারে তাসকিনও খুঁজে পেয়েছেন সে লাইন। এ উইকেটে সফল হতে গেলে ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করতে হবে বা প্রলুব্ধ করতে হবে, সেটি বলায় যায়। শুরুর ব্রেকথ্রুও গুরুত্বপূর্ণ। ৫ ওভারশেষে বাংলাদেশ সেটির দেখা পায়নি। শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

করুনারত্নেকে ফিরিয়ে প্রথম আঘাত হাসানের

প্রকাশিত : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

অফ স্টাম্প লাইনে প্যাডের ওপর পেয়ে ঘুরিয়ে মারার পর ফুললেংথ থেকে স্ট্রেইট ড্রাইভে চার। হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছিলেন করুনারত্নে। হাসান ঘুরে দাঁরালেন দুর্দান্তভাবে। দুর্দান্ত সিম পজিশন, লেংথ থেকে উঠছিল বলটা। স্টাম্প রক্ষা করতে ব্যাট বাড়াতে বাধ্য হলেন করুনারত্নে, তাতেই আউটসাইড-এজ। বাকি কাজটা উইকেটের পেছনে করেছেন মুশফিক। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন হাসান। শ্রীলঙ্কা তুলেছে ৩৪ রান।

উইকেটে মুভমেন্ট আছে। দুই স্লিপ নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং-ও আছে। কিন্তু নিজের প্রথম ওভারে শরীফুল, পরে নিজের দ্বিতীয় ওভারে তাসকিন ঠিক লাইনটা খুঁজে পাননি। অফ স্টাম্পের বাইরের লাইনে বা ডাউন দ্য লেগে করেছেন তাঁরা, করুনারত্নে ও নিসাঙ্কা যেগুলোর বিপক্ষে নিরাপদ পথে হেঁটেছেন। শরীফুলের বল প্যাডের ওপর পেয়ে চারও মারেন করুনারত্নে।

চতুর্থ ওভারে শরীফুলের জায়গায় হাসান মাহমুদকে আনেন সাকিব। হাসান অবশ্য হুমকি তৈরি করেছেন। করুনারত্নে ফ্লিক করতে গিইয়ে ক্যাচের মতো তুলেছিলেন, যদিও সেটি মিডউইকেট বা মিড অনের ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি। এরপর আউটসাইড-এজ তাক করে বোলিং করেছেন।

নিজের তৃতীয় ওভারে তাসকিনও খুঁজে পেয়েছেন সে লাইন। এ উইকেটে সফল হতে গেলে ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করতে হবে বা প্রলুব্ধ করতে হবে, সেটি বলায় যায়। শুরুর ব্রেকথ্রুও গুরুত্বপূর্ণ। ৫ ওভারশেষে বাংলাদেশ সেটির দেখা পায়নি। শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান।

বিজনেস বাংলাদেশ/bh