কুমিল্লার বুড়িচং উপজেলায় সাদিয়া আক্তার (৬) নামে একটি শিশুকে চুরি করতে গিয়ে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। রবিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিকারপুর গ্রামের সিএনজি চালক ফারুকের মেয়ে সাদিয়া আক্তারকে একটি মহিলা জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে ওই নারীকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ওই মহিলা চোর এবং শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলার নাম শিরিন আক্তার (৪০) বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।





















