বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেলেও মিরাজ-শান্ত’র ব্যাটে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরইমধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন মিরাজ। মিরাজ-শান্ত’র ব্যাটে ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৬ ওভারে ১০৯ রান। মিরাজ ৫২ রান ও শান্ত ৩২ রানে অপরাজিত আছেন।
এর আগে ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান।
বাংলাদেশের হয়ে সাকিব ও মিরাজ দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।
























