জামালপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের জামালপুর সদরের দিগপাইতে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে রক্ষা করতে বাসটি রাস্তার ওপর উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ১৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যাওয়া বাসযাত্রী মো. হোসেল জানান, ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা বাসটিতে যাত্রী ছিল অন্তত ৩৬ জন। পথে বেলা সোয়া ১২টারদিকে জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির সামনে ধেয়ে আসছিল। বাসটির চালক অটোরিকশাটিকে সাইড দেওয়ার সময় ব্রেক কষলে বাসটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই উল্টে যায়। এতে বাসটির সকল যাত্রীই কমবেশি আহত হয়।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জামালপুর স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত ১৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পৌঁছে দেয়। কিন্তু হাসপাতালে ভর্তি থাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের মো. ফজলুল হক ও জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলার মধুপুরের ধনবাড়ীর কদমতলী গ্রামের জমিলা বেগম, তার স্বামী আব্দুর রশিদ ও ছেলে বোরহান উদ্দিন, জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের মনজুরুল ইসলাম ও তার মা হেনার অবস্থা খুবই আশঙ্কাজনক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে জামালপুর সদর থানা ও নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশও দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির যাত্রীরা সবাই কমবেশি আহত হলেও সবাই প্রাণে বেঁচে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।




















