নড়াইলে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকদের মধ্যে সদর থানা এক মাদক ব্যবসায়ীসহ ছয়জন, লোহাগড়া থানা তিন মাদক ব্যবসায়ীসহ ১১জন, কালিয়া থানা ছয়জন এবং নড়াগাতী থানা চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।





















