গাজীপুরের কালিয়াকৈর-মাওনা সড়কের বাসাকৈর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। পরনে কালো জিন্সের প্যান্ট ও হালকা গোলাপী রঙের হাফ শার্ট রয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে ধানক্ষেতের পানিতে গলাকাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।





















