ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ শিশুসহ ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
সালদা নদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, ভারত থেকে সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় উপজেলার নয়নপুর বাজার থেকে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
কসবা থানা ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ রোহিঙ্গাকে মেডিকেল পরীক্ষা শেষে নিয়ম অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।





















