পঞ্চম দফায় আবারও টানা দুই দিনের অবরোধ ঘোষণা করেছে বিএনপি। সরকার পতনসহ একদফা দাবিতে চলমান এই অবরোধ কর্মসূচি মঙ্গলবার (১৪ নভেম্বর) বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হবে।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে জুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান। তিনি বলেন, সারা দেশে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অবিরাম, সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেফতারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের ন্যায্য দাবি মেনে নেবে।’
উল্লেখ্য, বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবেরোধ শেষ হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়।


























