০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

মানুষের খেদমত করতে এমপি-মন্ত্রী হওয়া লাগে না: ড. শাম্মি

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। সারা দেশ উন্নয়নে জোয়ারে ভাসলেও সেই তুলনায় মেহেন্দিগঞ্জ পিছিয়ে পড়েছে। মেহেন্দিগঞ্জে গত ১০ বছরে জামায়াত বিএনপি জামাই আদরে ছিলো আর আওয়ামীলীগ হয়েছে নির্যাতিত, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে আপনাদের কেউ নির্যাতন করতে পারবে না, মানুষের পাশে দাড়াতে এবং খেদমত করতে এমপি কিংবা মন্ত্রী হওয়া লাগে না, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানালে উপস্থিত জনতা হাত নাড়িয়ে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাবার ন্যায় জীবনের শেষ বিন্দু পর্যন্ত হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষের পাশে থাকবো।

সোমবার বিকাল সাড়ে ৪টায় ১৩/১১/২০২৩ ইং তারিখে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দাদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , বরিশাল ৪ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ড. শাম্মি আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুইবার বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করে এভাবে সম্মানিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার এর সভাপতিত্বে উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রিয়াদ ও প্রচার ও প্রকাশনায় সম্পাদক আতিকুর রহমান এর সঞ্চালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার মাহেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া, চরএককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন আকন, বেল্লাল মাহামুদ, মফিজুল ইসলাম নয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা এবং পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন এবং বাদ্যযন্ত্রসহকারে মিছিল নিয়ে নিয়ে সভাস্থলে প্রবেশ করেন হাজার হাজার কর্মী সমর্থকরা।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মানুষের খেদমত করতে এমপি-মন্ত্রী হওয়া লাগে না: ড. শাম্মি

প্রকাশিত : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। সারা দেশ উন্নয়নে জোয়ারে ভাসলেও সেই তুলনায় মেহেন্দিগঞ্জ পিছিয়ে পড়েছে। মেহেন্দিগঞ্জে গত ১০ বছরে জামায়াত বিএনপি জামাই আদরে ছিলো আর আওয়ামীলীগ হয়েছে নির্যাতিত, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে আপনাদের কেউ নির্যাতন করতে পারবে না, মানুষের পাশে দাড়াতে এবং খেদমত করতে এমপি কিংবা মন্ত্রী হওয়া লাগে না, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানালে উপস্থিত জনতা হাত নাড়িয়ে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাবার ন্যায় জীবনের শেষ বিন্দু পর্যন্ত হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষের পাশে থাকবো।

সোমবার বিকাল সাড়ে ৪টায় ১৩/১১/২০২৩ ইং তারিখে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দাদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , বরিশাল ৪ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ড. শাম্মি আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুইবার বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করে এভাবে সম্মানিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার এর সভাপতিত্বে উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রিয়াদ ও প্রচার ও প্রকাশনায় সম্পাদক আতিকুর রহমান এর সঞ্চালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার মাহেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া, চরএককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন আকন, বেল্লাল মাহামুদ, মফিজুল ইসলাম নয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা এবং পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন এবং বাদ্যযন্ত্রসহকারে মিছিল নিয়ে নিয়ে সভাস্থলে প্রবেশ করেন হাজার হাজার কর্মী সমর্থকরা।

বিজনেস বাংলাদেশ/bh