০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

গুরুদাসপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ধান ক্ষেত থেকে মোজাফ্ফর (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া এলাকার ধানের জমির আইল থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মোজাফ্ফর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলসা গ্রামের হারান সরদারের ছেলে বলে জানা গেছে। সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় এক কৃষক মাঠে গেলে ওই মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মাঝে মাঝে বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়। এক সপ্তাহ আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। তার মৃগী রোগ আছে। সেই সাথে মানসিক ভারসাম্যহীনও বলে জানা যায়।

থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি মৃগী ও মানসিক রোগী বলে পরিবারের লোকজন জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুর সদর থানায় কর্মরত এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুরুদাসপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮

নাটোরের গুরুদাসপুরে ধান ক্ষেত থেকে মোজাফ্ফর (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া এলাকার ধানের জমির আইল থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মোজাফ্ফর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলসা গ্রামের হারান সরদারের ছেলে বলে জানা গেছে। সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় এক কৃষক মাঠে গেলে ওই মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মাঝে মাঝে বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়। এক সপ্তাহ আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। তার মৃগী রোগ আছে। সেই সাথে মানসিক ভারসাম্যহীনও বলে জানা যায়।

থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি মৃগী ও মানসিক রোগী বলে পরিবারের লোকজন জানিয়েছে।