ঢাকা রাত ৯:২০, বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ট্রেনে আগ্নিসংযোগের মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকতসহ গ্রেফতার ১১

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগের মামলায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী রেলস্টেশনে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ৪২ জন বিএনপি নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামী করে জামালপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো: আব্দুল কাদের।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন জানান, গতকাল সন্ধ্যায় শহরের বাজারী পাড়া থেকে জামালপুর সদর থানা পুলিশ এজাহারভুক্ত আসামী বিএনপি নেতা লিয়াকত আলীকে গ্রেফতার করে। তাছাড়া গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত হিসেবে মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাদের জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়, পরে তাদের জেল হাজতে পাঠনোর নির্দেশ দেয় আদালত।

বিজনেস বাংলাদেশ/bh

এ বিভাগের আরও সংবাদ