নাটোরে ট্রাকের ধাক্কায় মোছা. সাথী খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও তিন নারী শ্রমিক আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে নাটোর – রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাথী খাতুন রাজশাহীর পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার মোঃ হিমেলের স্ত্রী এবং তিনি নাটোর কিশোয়ান কোম্পানির নারী শ্রমিক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি অটোভ্যানযোগে চার নারী শ্রমিক নাটোর কিশোয়ান কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা এক ট্রাক পেছন থেকে সজোরে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে গিয়ে ৪ জনই গুরুতর আহত হন। ঘটনার সময় ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সাথী খাতুনের মৃত্যু হয়। পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পবা হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
নাটোরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু ও তিনজন গুরুতর আহত
-
জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি - প্রকাশিত : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- 42
ট্যাগ :
জনপ্রিয়





















