একজন ফোক গানের জনপ্রিয় মুখ। আরেকজন গীতিকার-সুরকার হিসেবে আলাদা অবস্থান তৈরি করেছেন। এবার ১০ গান নিয়ে একত্রিত হলেন কন্ঠশিল্পী রাজু মন্ডল ও সরকার সুজন। এই জুটির ১০ টি গানের কন্ঠ ধারন এর মধ্যেই শেষ হয়েছে। এখন মিউজিক ও ভিডিওর কাজ বাকি। এই প্রজেক্ট নিয়ে কন্ঠশিল্পী রাজু মন্ডল বলেন, ‘সরকার সুজনের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। তবে একসঙ্গে এতো গানের কাজ এবারই প্রথম। গানগুলো আরো ছয়-সাত মাস আগেই থেকেই তৈরি করা হচ্ছিল। গানগুলো নিয়ে আমি আশাবাদী ।’ অন্যদিকে সরকার সুজন বলেন, ‘আমার বেশ প্রিয় কিছু কথা ও সুরে রাজু মন্ডলের জন্য গান বেঁধেছি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাপ্রিয় হবে।’ আসছে ২৮ নভেম্বর সরকার সুজনের জন্মদিন উপলক্ষ্যে লায়নিক ফোক স্টেশন থেকে এই প্রজেক্টের প্রথম গান মুক্তি পাবে বলে জানা গেছে। বাকী গানগুলো একাধিক লেবেল থেকে অবমুক্ত হবে বলে জানা গেছে। সরকার সুজন জানিয়েছেন এই গান ছাড়াও শীঘ্রই রাজু মন্ডলের আরো কিছু গান তৈরির পরিকল্পনা রয়েছে।
০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজু মন্ডল-সরকার সুজনের ১০ গান
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- 101
ট্যাগ :
জনপ্রিয়


























