সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভর্নিং বডির সদ্য প্রয়াত সভাপতি ভাষা সৈনিক মরহুম মোঃ আবদুল মতিন চৌধুরী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল ২৪শে নভেম্বর শুক্রবার বিকালে প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের নব গভনিং বডির সভাপতি হাফিজ উদ্দিন সরকার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গভনিং বডির সদস্য মনসুরুল ইসলাম মিলন, অধ্যক্ষ ওমর ফারুক,সহকারী অধ্যাপক অমল কান্তি বড়ুয়া, ইঞ্জিনিয়ার শেখ মনিরুজ্জামান,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনিরুজ্জামান, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন,সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম,ভাষা সৈনিকের কন্যা সন্তান ডাঃ মাহফুজা চৌধুরী স্বর্ণা, ইঞ্জিনিয়ার সুমন এস এম চৌধুরী,ইঞ্জিনিয়ার বদরুল মতিন চৌধুরী শ্যামল,আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ,শিক্ষক প্রতিনিধি মোস্তাফা কামাল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ সহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁর বর্ণাঢ্য সোনালী জীবনের কথা তুলে ধরেণ। দেশ জাতি ও সমাজে সেবামূলক প্রতিষ্ঠানে তার অবদানের কথা সকলে কৃতজ্ঞতা ভরে স্মরণ করে।
উল্লেখ্য যে, ভাষাসৈনিক আব্দুল মতিন চৌধুরী গত ৪ঠা নভেম্বর শনিবার রাতে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ও বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
এ অনুষ্ঠানে প্রভাষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা ও গ্র্যাচুইটি চেক প্রদান করা হয়।





















