ট্রাকে করে ঘুরে বেড়িয়ে টার্গেট নির্ধারণ ও সুযোগ বুঝে অস্ত্রের মুখে ডাকাতি করতো একদল ডাকাত। এমনই ১০ সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। দুদিনের ধারাবাহিক অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ডাকাতিকৃত ২৯ কেজি চাউল, ২শ লিটার মবিল, ৫ টি গাড়ির টায়ার, ২৩ টি গ্যাস সিলিন্ডার ও ২লক্ষ ১০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে একটি প্রেস রিলিজে এসব জানান পাবনা জেলা পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনার আমিনপুর থানার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৯), লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার নুরুল হুদার ছেলে রিয়াজ (৩১), নোয়াখালীর চাটখিল থানার জাফর (২৯) সহ কয়েকটি জেলার আরো ৭ জন।
প্রেস রিলিজে জানানো হয়, ২টি ট্রাকে করে ঘুরে ঘুরে ডাকাতির টার্গেট নির্ধারণ করতেন ডাকাত চক্রের সদস্যরা। পরে সময় ও সুযোগ বুঝে অস্ত্রের মুখে ডাকাতি করতেন। গত ৯ নভেম্বর রাতে পাবনার আমিনপুর থানার খাস আমিনপুর গ্রামের ফরমান সরদারের সার্টার ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেন। এরপর দোকান মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের মালামাল লুট করে নেয়। এঘটনায় পরদিন আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন দোকান মালিক ফরমান সরদার বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামা নং- ১০। এরপর পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে ওই ডাকাত চক্রের ১০ জনকে আটক করে পুলিশ।
এব্যাপারে পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, এই চক্র সাধারণত ১২ থেকে ১৫ জন হয়ে থাকে। অভিযোগের প্রেক্ষিতে ১০ জনকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশি তৎপর রয়েছে।





















