চট্টগ্রাম ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দু’বারের সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
এর আগে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
রবিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। একই সাথে তার সহকারী আবু তৈয়ব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এম.এ মোতালেব সিআইপি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সভার নির্দেশনা অনুযায়ী, লোহাগাড়া-সাতকানিয়ার তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের আশা এবং দাবীর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় কোন বাধা নেই, দল থেকে এমন নির্দেশনা আছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/একে





















