দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৯৮ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে পুরাতনদের উপরে আস্থা রেখেছে আ.লীগ । রোববার (নভেম্বর ২৬) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ এর চার জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম। এছাড়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, দশম ও একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডল।
উল্লেখ্য যে , আগামী ৩০ নভেম্বর মনেনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ ও আগামী বছর ৭ জানুয়ারী দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















