০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

কালীগঞ্জ অগ্নিকান্ডে পুড়েছে ৭টি ঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামেএক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি ঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ও ক্ষয়-ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের ইনচার্জ উদ্দীপন ভক্ত। এর আগে সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ইনচার্জ উদ্দীপন ভক্ত বলেন, আমরা পৌণে ১০টার দিকে কন্ট্রোল রুম থেকে খরব পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ১০/১৫ মিনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনি। পড়ে প্রায় আধা ঘন্টার চেষ্ঠায় ডাম্পিং করে, অভিযান শেষ করা হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলের একটি রুমের ইলেকট্রিক শর্টসার্কিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপামের রুমে ছড়িয়ে পড়ে। এতে ৭টি রুম পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ করেছি প্রায় অর্ধকোটি টাকা। তবে পরে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে বা কমতে পারে বলেও তিনি মনে করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোমেন মিয়া বলেন, আমার ঘরে রাখা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, যাবতীয় আসবাবপত্রসহ পুড়ে সব ছাঁই। আমার আর কিছুই অবশিষ্ট নাই। এখন আমার পথে বসার মতো অবস্থা।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জ অগ্নিকান্ডে পুড়েছে ৭টি ঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০৪:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামেএক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি ঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ও ক্ষয়-ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের ইনচার্জ উদ্দীপন ভক্ত। এর আগে সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ইনচার্জ উদ্দীপন ভক্ত বলেন, আমরা পৌণে ১০টার দিকে কন্ট্রোল রুম থেকে খরব পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ১০/১৫ মিনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনি। পড়ে প্রায় আধা ঘন্টার চেষ্ঠায় ডাম্পিং করে, অভিযান শেষ করা হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলের একটি রুমের ইলেকট্রিক শর্টসার্কিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপামের রুমে ছড়িয়ে পড়ে। এতে ৭টি রুম পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ করেছি প্রায় অর্ধকোটি টাকা। তবে পরে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে বা কমতে পারে বলেও তিনি মনে করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোমেন মিয়া বলেন, আমার ঘরে রাখা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, যাবতীয় আসবাবপত্রসহ পুড়ে সব ছাঁই। আমার আর কিছুই অবশিষ্ট নাই। এখন আমার পথে বসার মতো অবস্থা।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি