সর্বস্তরের মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকা পাবনা সদর উপজেলায় ফিরেছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। টানা চতুর্থবারের মতো পাবনা সদর আসনে তিনি আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।
সোমবার দুপুরে গোলাম ফারুক প্রিন্স এমপি ঢাকা থেকে সড়কপথে পাবনা আসেন। নির্বাচনী এলাকার সীমান্ত আতাইকুলায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা আওয়ামীলীগ নেতারা। এরপর গঙ্গারামপুর, গয়েশপুর, পুষ্পপাড়া, জালালপুর, বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ গোলাম ফারুক প্রিন্সকে অভিনন্দন জানান।
এ সময় গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনাবাসীর প্রত্যাশার প্রাধান্য দিয়ে আবারো তাকে মনোনয়ন দিয়েছেন। পাবনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে দলের এই ক্ষুদ্র কর্মীর প্রতি আস্থা রাখায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান প্রিন্স এমপি। পাবনাবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রিন্স এমপি বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐকবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে প্রিন্স এমপি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাকে বরণ করে নেন জেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল রহিম লাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আবু ইসহাক শামীম, আওয়ামীলীগ নেতা কামিল হোসেন, আব্দুল আহাদ বাবু, মোস্তাফিজুর রহমান সুইট, রিজভী শাওনসহ দলীয় নেতাকর্মীরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















