নওগাঁর মান্দা উপজেলায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নানা-নাতনির মৃত্যু হয়েছে। সোমবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৫৬) ও তার ১৪ বছরের নাতনি রোকাইয়া আক্তার মিতা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে একটি সিএনজিতে করে নওগাঁ আসছিলেন নানা, নাতনি মিতা ও মিতার বাবা আলমগীর হোসেন। এ সময় উপজেলার চেয়ারম্যানের মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নানা ও নাতনির মৃত্যু হয়। পরে দুই গাড়ির ড্রাইভারসহ আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁ আসছিল ওই পরিবার।




















