বছরের শুরু থেকেই টাঙ্গাইলের তাপমাত্রার পারদ কমছে। এতে শীতের তীব্রতা বেড়েই চলছে। শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পড়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। এ দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষনা করেছেন জেলা প্রশাসক।
এছাড়াও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ঠান্ডাজনিত রোগিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসন না পেয়ে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি।
সরেজমিন টাঙ্গাইলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুপুরের দিকে আকাশে সূর্য দেখা দিলেও এর তেমন কোন তাপ ছিলো না। প্রত্যান্ত গ্রামের মানুষ খড়ুকুটো ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সব মিলিয়ে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার জেলায় চলতি বছরের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শহরের নিরালার মোড়, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ছিন্নমুল মানুষের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। সব মিলিয়ে জনসাধারণে জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।
সদর উপজেলার বাসার চর গ্রামের হাবিবুর রহমান বলেন, কয়েক দিন যাবত খুব শীত। শীতে ঘরে বসে থাকতে বিরক্ত লাগে। তাই বাইরে এসে আগুন জালিয়ে শরীর গরম করার চেষ্টা করছি। বাড়িতে শিশু নিয়ে আরেক বিপদে পড়েছি। রোদ না থাকায় শিশুদের জামা কাপড় শুকাতে পারছি না।
শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিএনজি চালিত অটো রিকশার চালক লুৎফর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তাই যাত্রী কমেছে গেছে। আগে প্রতি দিন আট শ থেকে এক হাজার টাকা আয় করলে বর্তমানে ৫০০ টাকার বেশি আয় করা যাচ্ছে না।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। সোমবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বোনিম্ন। আরো কয়েক দিন ঠান্ডা থাকবে।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, তাপমাত্র সর্বনিম্ন থাকায় জেলার সকল স্কুল কলেজ সোমবার ও মঙ্গলবার বন্ধ ঘোষনা দেওয়া হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া শীত নিবারনের জন্য গরীব আসহায় মানুষের মাঝে দুই দফায় প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলের তাপমাত্রা ৮.৯ ডিগ্রি, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- 177
ট্যাগ :
টাঙ্গাইল
জনপ্রিয়