০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে ক্লু-লেস মুকুল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পিবিআই

টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল। আজ রবিবার দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার।

গত ১২ ফেব্রুয়ারী কালিাহতীর থানার পারখী বিল থেকে মুকুলের লাশ উদ্ধার করে পুলিশ। তার পর থেকে ছায়া তদন্তে নামে পিবিআই।

টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭শে ফেব্রুয়ারী হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার হতে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরী প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলকে হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যায়। এরপর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ করে ঘা ডাকা দেন।

এরপর টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতে গাজিপুর ও ঢাকা থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আসামী দুজনকে আজকে কোর্টে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

টাঙ্গাইলে ক্লু-লেস মুকুল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পিবিআই

প্রকাশিত : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল। আজ রবিবার দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার।

গত ১২ ফেব্রুয়ারী কালিাহতীর থানার পারখী বিল থেকে মুকুলের লাশ উদ্ধার করে পুলিশ। তার পর থেকে ছায়া তদন্তে নামে পিবিআই।

টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭শে ফেব্রুয়ারী হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার হতে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরী প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলকে হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যায়। এরপর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ করে ঘা ডাকা দেন।

এরপর টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতে গাজিপুর ও ঢাকা থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আসামী দুজনকে আজকে কোর্টে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ