১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

গ্যালারিতে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের ফুটবলাররা

কলম্বিয়া সমর্থকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের ফুটবলাররা

নর্থ ক্যারোলিনার শার্লোটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বেজেছে খেলা শেষের বাঁশি। সেখানে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের ওঠার আনন্দে মেতেছে পুরো কলম্বিয়া দল। তবে মূল মাঠ ছাড়িয়ে হঠাতই কোপার ব্রডকাস্টার ফক্স সকারের ক্যামেরা গ্যালারির দিকে। হলুদের আধিক্য থাকায় বোঝা গেল সেটি কলম্বিয়ান সমর্থকদের গ্যালারি। সেখানে দেখা যায় উরুগুয়ের কয়েকজন ফুটবলার তেড়ে গেলেন কলম্বিয়া সমর্থকদের দিকে এবং জড়িয়ে পড়েন মারামারিতে। 

সেমিতে হারের হতাশা, সঙ্গে ম্যাচের পরপরই বিপক্ষে দলের সমর্থকদের সঙ্গে বিবাদ। ম্যাচের পরপরই তাই উরুগুয়ে দলে ফুটবলাররা মুখোমুখি পুরোদস্তুর এক বিব্রতকর পরিস্থিতিতে।

সমর্থকদের সঙ্গে উরুগুয়ে ফুটবলারদের বিবাদের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, ডাগআউটের পাশের সিঁড়ি দিয়ে গ্যালারিতে উঠে মারামারিতে জড়িয়ে পড়েন দারউইন নুনিয়েজ, হোসে মারিয়া হিমিনেজ, চোটের কারণে ম্যাচে খেলতে না পারা রোনাল্ড আরাউহোসহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে ক্ষিপ্ত দেখা যায় নুনিয়েজকে। সবার আগে গ্যালারিতে ঢুকে কলম্বিয়া সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মেরেছেন এই লিভারপুল ফরোয়ার্ড। যদিও বেশিরভাগই হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

ম্যাচ শেষে ব্রডকাস্ট চ্যানেলে কর্তৃপক্ষ নিয়ে বেশ ক্ষোভ ঝাড়েন উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ। তিনি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) থামিয়ে দেওয়ার আগেই আমার বিষয়গুলো নিয়ে কিছু বলা উচিত। কারণ তারা পরে কিছু বলতে দেবে না। তারা চায় না এই বিপর্যয়ের ব্যাপারে আমরা কিছু বলি।’

সেই গ্যালারিতেই ছিলেন উরুগুয়ের ফুটবলারদের পরিবাররা। হিমিনেজের বক্তব্যে জানা যায়, তারা মূলত নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে সেখানে গিয়েছিলেন। ‘আমাদের পরিবার গ্যালারিতে থাকে। সেখানে শিশুরাও থাকে। পুরো বিষয়টি একটা বিপর্যয় ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না। তাই আমাদেরকেই তাদের (পরিবারের সদস্য) রক্ষা করতে যেতে হয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয়

সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

গ্যালারিতে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের ফুটবলাররা

প্রকাশিত : ০১:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

নর্থ ক্যারোলিনার শার্লোটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বেজেছে খেলা শেষের বাঁশি। সেখানে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের ওঠার আনন্দে মেতেছে পুরো কলম্বিয়া দল। তবে মূল মাঠ ছাড়িয়ে হঠাতই কোপার ব্রডকাস্টার ফক্স সকারের ক্যামেরা গ্যালারির দিকে। হলুদের আধিক্য থাকায় বোঝা গেল সেটি কলম্বিয়ান সমর্থকদের গ্যালারি। সেখানে দেখা যায় উরুগুয়ের কয়েকজন ফুটবলার তেড়ে গেলেন কলম্বিয়া সমর্থকদের দিকে এবং জড়িয়ে পড়েন মারামারিতে। 

সেমিতে হারের হতাশা, সঙ্গে ম্যাচের পরপরই বিপক্ষে দলের সমর্থকদের সঙ্গে বিবাদ। ম্যাচের পরপরই তাই উরুগুয়ে দলে ফুটবলাররা মুখোমুখি পুরোদস্তুর এক বিব্রতকর পরিস্থিতিতে।

সমর্থকদের সঙ্গে উরুগুয়ে ফুটবলারদের বিবাদের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, ডাগআউটের পাশের সিঁড়ি দিয়ে গ্যালারিতে উঠে মারামারিতে জড়িয়ে পড়েন দারউইন নুনিয়েজ, হোসে মারিয়া হিমিনেজ, চোটের কারণে ম্যাচে খেলতে না পারা রোনাল্ড আরাউহোসহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে ক্ষিপ্ত দেখা যায় নুনিয়েজকে। সবার আগে গ্যালারিতে ঢুকে কলম্বিয়া সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মেরেছেন এই লিভারপুল ফরোয়ার্ড। যদিও বেশিরভাগই হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

ম্যাচ শেষে ব্রডকাস্ট চ্যানেলে কর্তৃপক্ষ নিয়ে বেশ ক্ষোভ ঝাড়েন উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ। তিনি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) থামিয়ে দেওয়ার আগেই আমার বিষয়গুলো নিয়ে কিছু বলা উচিত। কারণ তারা পরে কিছু বলতে দেবে না। তারা চায় না এই বিপর্যয়ের ব্যাপারে আমরা কিছু বলি।’

সেই গ্যালারিতেই ছিলেন উরুগুয়ের ফুটবলারদের পরিবাররা। হিমিনেজের বক্তব্যে জানা যায়, তারা মূলত নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে সেখানে গিয়েছিলেন। ‘আমাদের পরিবার গ্যালারিতে থাকে। সেখানে শিশুরাও থাকে। পুরো বিষয়টি একটা বিপর্যয় ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না। তাই আমাদেরকেই তাদের (পরিবারের সদস্য) রক্ষা করতে যেতে হয়েছে।’