আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ সাঁথিয়া আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রার্থী হিসেবে ভিপি সামসুর রহমানের নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন।
রাজনৈতিক জীবনের সূচনা হয় আশির দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এর মাধ্যমে। সংগঠনের প্রাথমিক পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক, বেড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, এবং পরবর্তীতে থানা ছাত্রদলের সভাপতি হিসেবে। সংগঠনের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি দ্রুতই দলের ভেতরে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৮৯ সালে বেড়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে তিনি ছাত্র রাজনীতিতে দৃঢ় নেতৃত্বের অবস্থান সুসংহত করেন। পরবর্তীতে তিনি পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও এলাকার জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ভিপি সামসুর রহমান বর্তমান প্রেক্ষাপটে বিএনপির একজন গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছেন।
ডিএস./