০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ডেমরায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল

সাবেক এমপি সজলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • সালে আহমেদ
  • প্রকাশিত : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 1

রাজধানীর ডেমরায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

এ ঘটনায় আরও ৩০/ ৪০ জন অজ্ঞাতনামা আসামিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করেন ডেমরা থানা পুলিশ ।   এজাহারে সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর রাত ৭টা থেকে ২০ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত ডেমরা থানার নৈশ টহল ডিউটিতে থাকা অবস্থায় পুলিশ জানতে পারে— ঢাকা-৫ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে পুলিশ জানতে পারে, সুলতানা কামাল সেতুর ঢালে “বাংলাদেশ ছাত্রলীগ” (বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত) ব্যানারে মিছিল বের করা হয়।

 

এ সময় আসামিরা রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়, যা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করে করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় তিনজন— আহাম্মদ আলী, হাসিবুল ও মুকুল— পুলিশের কাছে মিছিলকারীদের নাম-পরিচয় প্রকাশ করেন। মামলার এজাহারেভুক্ত আসামিরা হলেন- ১. মশিউর রহমান মোল্লা সজল (৬২) সাবেক এমপি ঢাকা-৫ আসন, ২. মাহমুদুল হাসান পলিন (৩৮) সাবেক কাউন্সিলর ৬৮নং ওয়ার্ড ডিএসসিসি, ৩. রাকিবুল হাসান শাওন সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ৪. আদনান সহ-সভাপতি  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ৫. মোঃ জহিরুল ইসলাম সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ৬. মহিবুর রহমান ভূইয়া  (রনি ভূইয়া) সভাপতি ডেমরা থানা ছাত্রলীগ, ৭. এনামুল হক তায়িফ সহ-সভাপতি ৬৮নং ওয়ার্ড ছাত্রলীগ, ৮. মোঃ মাহিন খান সভাপতি ৫নং ওয়ার্ড ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের হয়েছে। ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন,আসামিরা “নিষিদ্ধ সংগঠন” এর সদস্য এবং তাদের প্ররোচনায় এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন -“রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”

ট্যাগ :
জনপ্রিয়

ডেমরায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল

সাবেক এমপি সজলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

রাজধানীর ডেমরায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

এ ঘটনায় আরও ৩০/ ৪০ জন অজ্ঞাতনামা আসামিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করেন ডেমরা থানা পুলিশ ।   এজাহারে সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর রাত ৭টা থেকে ২০ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত ডেমরা থানার নৈশ টহল ডিউটিতে থাকা অবস্থায় পুলিশ জানতে পারে— ঢাকা-৫ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে পুলিশ জানতে পারে, সুলতানা কামাল সেতুর ঢালে “বাংলাদেশ ছাত্রলীগ” (বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত) ব্যানারে মিছিল বের করা হয়।

 

এ সময় আসামিরা রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়, যা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করে করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় তিনজন— আহাম্মদ আলী, হাসিবুল ও মুকুল— পুলিশের কাছে মিছিলকারীদের নাম-পরিচয় প্রকাশ করেন। মামলার এজাহারেভুক্ত আসামিরা হলেন- ১. মশিউর রহমান মোল্লা সজল (৬২) সাবেক এমপি ঢাকা-৫ আসন, ২. মাহমুদুল হাসান পলিন (৩৮) সাবেক কাউন্সিলর ৬৮নং ওয়ার্ড ডিএসসিসি, ৩. রাকিবুল হাসান শাওন সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ৪. আদনান সহ-সভাপতি  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ৫. মোঃ জহিরুল ইসলাম সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ৬. মহিবুর রহমান ভূইয়া  (রনি ভূইয়া) সভাপতি ডেমরা থানা ছাত্রলীগ, ৭. এনামুল হক তায়িফ সহ-সভাপতি ৬৮নং ওয়ার্ড ছাত্রলীগ, ৮. মোঃ মাহিন খান সভাপতি ৫নং ওয়ার্ড ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের হয়েছে। ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন,আসামিরা “নিষিদ্ধ সংগঠন” এর সদস্য এবং তাদের প্ররোচনায় এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন -“রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”