পাঁচ ম্যাচ সিরিজ ইতোমধ্যেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। তাই তাদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার বলা যায়। তবে সিরিজ হারলেও শেষটা অন্তত জয় দিয়ে করতে পারা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এমন সমীকরণে মাঠে নেমে প্রথম দিনটা ভালোই পার করেছে ভারত।
শুক্রবার রাতে প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটে ১৯৮ রান। নিজের বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ৭০ রান করেছেন অ্যালিস্টার কুক। আর মঈন আলী করেছেন ৫০ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে কিয়েটন জেনিংস (২৩) ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা তিনটি এবং জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি নিয়েছেন দুটি করে উইকেট।
























