০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বেনামে কলাম লেখা কর্মকর্তাকে খুঁজছেন ট্রাম্প!

গত বুধবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক উপসম্পাদকীয় নিয়ে মার্কিন প্রশাসনে তোলপাড় চলছে। এর লেখক নিজের নাম গোপন রেখে উল্লেখ করেন, তিনি হোয়াইট হাউসেরই জ্যেষ্ঠ কর্মকর্তা।এ কারণে ভীষণ রেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কর্মকর্তাকে খুঁজে বের করে অ্যাটর্নি জেনারেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সেই কর্মকর্তা উপসম্পাদকীয়তে লিখেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অনেক সিদ্ধান্ত হঠকারী এবং যুক্তরাষ্ট্রের স্বার্থপরিপন্থী। হোয়াইট হাউসের অনেকেই তাঁর সেই হঠকারিতার বিরুদ্ধে সক্রিয় রয়েছেন।

তিনি আরো লিখেন, ট্রাম্পকে হটাতে মন্ত্রিসভার কয়েকজন সদস্য সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের কথাও ভেবেছিলেন।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এমন ‘হাঁড়ির খবর’ ফাঁস করায় তা প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। লেখাটি প্রকাশ হওয়ার পর থেকেই সম্ভাব্য লেখকের নাম নিয়েও চলছে জল্পনা-কল্পনা।

এ অবস্থায় কে ওই উপসম্পাদকীয় লিখেছে, তা বের করতে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে আমি চিন্তাভাবনা করছি।’

সূত্র: বিবিসি

ট্যাগ :
জনপ্রিয়

বেনামে কলাম লেখা কর্মকর্তাকে খুঁজছেন ট্রাম্প!

প্রকাশিত : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

গত বুধবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক উপসম্পাদকীয় নিয়ে মার্কিন প্রশাসনে তোলপাড় চলছে। এর লেখক নিজের নাম গোপন রেখে উল্লেখ করেন, তিনি হোয়াইট হাউসেরই জ্যেষ্ঠ কর্মকর্তা।এ কারণে ভীষণ রেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কর্মকর্তাকে খুঁজে বের করে অ্যাটর্নি জেনারেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সেই কর্মকর্তা উপসম্পাদকীয়তে লিখেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অনেক সিদ্ধান্ত হঠকারী এবং যুক্তরাষ্ট্রের স্বার্থপরিপন্থী। হোয়াইট হাউসের অনেকেই তাঁর সেই হঠকারিতার বিরুদ্ধে সক্রিয় রয়েছেন।

তিনি আরো লিখেন, ট্রাম্পকে হটাতে মন্ত্রিসভার কয়েকজন সদস্য সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের কথাও ভেবেছিলেন।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এমন ‘হাঁড়ির খবর’ ফাঁস করায় তা প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। লেখাটি প্রকাশ হওয়ার পর থেকেই সম্ভাব্য লেখকের নাম নিয়েও চলছে জল্পনা-কল্পনা।

এ অবস্থায় কে ওই উপসম্পাদকীয় লিখেছে, তা বের করতে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে আমি চিন্তাভাবনা করছি।’

সূত্র: বিবিসি