রাশিয়া বিশ্বকাপের পুরো আসরেই দুর্দান্ত ফর্মে ছিল ফ্রান্স। শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তুলেছে তারা। সেই ধারাবাহিকতায় কিলিয়ান এমবাপে ও জিরুদের গোলে উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল ফ্রান্স। গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো দলটি।
এদিন শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটের মাথায়ই এমবাপ্পের গোলে এগিয়ে যায় তারা। এরপর ফ্রান্স বেশ কয়েকটি সুযোগ পেয়েও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে বাবেল নেদারল্যান্ডসকে সমতায় ফেরান।
এরপর ম্যাচের ফ্রান্সকে জয়সূচক গোলটি আসে ৭৫তম মিনিটে জিরুদের পা থেকে। বাঁ দিক থেকে মাদির বাড়ানো ক্রসে ফরাসি এই ফরোয়ার্ডের বা পায়ের শট চকিতে জালে জড়ায়।
‘এ’ লিগে গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হারল নেদারল্যান্ডস।

























