আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পেলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার-তামিম ইকবাল আর মুশফিকুর রহীম। দুজনকেই কিনে নিয়েছে একই দল, নাম নাঙ্গরহার।
সোমবার দুবাইয়ে দেশি বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। এখনও নিলাম চলছে। ড্রাফটের জন্য ৪০ জন বিদেশি খেলোয়াড় বাছাই করা হয়েছে।
তামিম ইকবাল ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। মুশফিক সিলভার ক্যাটাগরিতে। তামিম-মুশফিকদের দলে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। কাবুলের আইকন স্বদেশি লেগস্পিনার রশিদ খান।
jagonews
এছাড়া পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে কিনেছে পাকতিয়া। ক্রিস গেইলকে আইকন খেলোয়াড় হিসেবে নিয়েছে বালখ। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে আইকন খেলোয়াড় বানিয়েছে কান্দাহার।
আগামী ৫ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এপিএলের প্রথম আসর। খেলবে মোট পাঁচটি দল।

























