টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। আজো লক্ষ্য তেমনই থাকবে।
তবে এবারের এশিয়া কাপের আসরে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাপমাত্রা। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ানডে খেলাটা কোন দলের জন্যই সহজ হবে না। তাই টস জয় বড় ইস্যু হয়ে দাঁড়াবে ম্যাচে।
এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘টসে হার-জিত তো বলা যায় না। গরমের ওপর অবশ্যই অনেক কিছু নির্ভর করবে। তবে পাকিস্তান-আফগানিস্তানের জন্য কিছুটা সহজ হবে, কারণ তারা সব সময় এখানেই খেলে থাকে। শ্রীলঙ্কাও কদিন আগে টেস্ট সিরিজ খেলে গিয়েছে এখানে। তারা কিছু আন্দাজ করতে পারে। দল হিসেবে আমরা না খেললেও কয়েকজন খেলোয়াড়ের অভিজ্ঞতা আছে।’
তিনি বলেন, টস-কন্ডিশন নিয়ে ভেবে লাভ নেই। আমাদের মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। সেখানেই বেশি মনোযোগ আমাদের।
এশিয়া কাপের গত তিন আসরের দুইবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে আসেনি কাঙ্ক্ষিত ট্রপি। ভাল কিছুর আশায় এবারো মাঠে নামছে মাশরাফি বাহিনী।
বাংলাদেশ-শ্রীলঙ্কা’ ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি মাছরাঙা স্টার স্পোর্টস ওয়ান চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

























