সাফ ফুটবলের দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও মালদ্বীপ। সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।
ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। এ সময় মালদ্বীপের ফরোয়ার্ড নাইজ হাসান বল বল বাড়িয়ে দেন ইব্রাহিম হোসেনকে। তিনি গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান।
আগের ১১ আসরে ১০ বারই ফাইনালে উঠেছে ভারত। তার মধ্যে শিরোপা জিতেছে ৭ বার। তিনবার হয়েছে রানার্স-আপ। অন্যদিকে মালদ্বীপ আগের ১১ আসরের মধ্যে ফাইনালে উঠেছে চারবার। তার মধ্যে শিরোপা জিতেছে একবার (২০০৮)। আর রানার্স-আপ হয়েছে তিনবার। সবশেষ তারা ফাইনালে উঠেছিল ২০০৯ সালে। নয় বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার উঠেছে তারা।
গ্রুপপর্বে মালদ্বীপ খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে। এরপর ভারতের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে। ১ পয়েন্ট নিয়েও টস ভাগ্যে তারা সেমিফাইনালের টিকিট পায়। মালদ্বীপ তাদের খেলাটা তুলে রেখেছিল সেমিফাইনালের জন্য। সেমিতে সবচেয়ে ভারসম্যপূর্ণ দল নেপালকে রীতিমতো উড়িয়ে দেয় তারা। ৩-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে। এবার পারবে তো দ্বিতীয় শিরোপাটি ঘরে তুলতে?

























