বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে জোড়া সন্ত্রাসী হামলায় অন্তত আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফ্রিকান দেশটিতে সাম্প্রতিক সময়ে জিহাদিরা জড়ো হওয়া শুরু করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার কমপিয়েঙ্গা প্রদেশের দুই গ্রামে হামলা চালানো হয়েছে।
আঞ্চলিক গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, কমপিয়েঙ্গা প্রদেশের দিয়াবিগা ও কমপিয়েনবিগা গ্রামে রাতারাতি দু’টি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে আট জনের প্রানহানী ঘটেছে।
নাম অপ্রকাশিত নিরাপত্তাবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলা দু’টির মধ্যে একটি চালানো হয়েছে এক ধর্মীয় নেতার বাড়ি লক্ষ্য করে। হামলায় ওই নেতাসহ আরো চারজন নিহত হন।
অন্যদিকে, মোটরসাইকেল ব্যবহার করে দুই জিহাদির চালানো অপর এক হামলায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
উল্লেখ্য, ২০১৫ সালে থেকে বুরকিনা ফাসোতে জিহাদিদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।


























