মিশরের প্রাক্তন স্বৈরশাসক হোসনি মোবারকের দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। শেয়ার বাজার কেলেঙ্কারির কারণে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
আলা মোবারক ও গামাল মোবারকসহ গ্রেপ্তার আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, তারা শীর্ষ কয়েকটি কোম্পানির মাধ্যমে কয়েকটি ব্যাংকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যে চুক্তি রয়েছে সে সম্পর্কে শেয়ার বাজারকে না জানিয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করেছেন।
তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন হোসনি মোবারকের সম্পদশালী দুই ব্যবসায়ী ছেলে।
শনিবার তারা রাজধানী কায়রোর একটি আদালতে শুনানিতে অংশ নেন। সেখানে বিচারক আহমেদ আবদৌল-ফেতহ তাদেরকে গ্রেপ্তারের আদেশ দেন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারের পর আলা ও গামাল মোবারককে কায়রোর দক্ষিণে একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত শুনানি মূলতবি ঘোষণা করা হয়েছে।


























