ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিন আজ ১৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে সেবা দিবস হিসেবে ভারতজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেইসঙ্গে ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠান চলছে।
সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্র বনমালীপুরে স্বচ্ছ ভারত অভিযান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির চালু করা হয়।
এর অগে প্রথমে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মঠচৌমুহনী বাজারে নরেন্দ্র মোদীর প্রতিকৃতির সামনে কেক কাটেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি মঠচৌমুহনী বাজার ঝাড়ু দেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় বিনামূল্যে ২৪টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
এ সেবা দিবসে রাজ্যের সব মন্ত্রী বিধায়ক, দলের সব স্তরের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।


























