১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

মিয়ানমারে কারাগার ভেঙে পালিয়েছে ৪১ বন্দী

মিয়ানমারে কারাগার ভেঙে পালিয়েছে ৪১ বন্দী। পুলিশ তাদের খুঁজছে। পলাতকদের মধ্যে তিন জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খবর এএফপির।

রবিবার কারাগারে প্রবেশ করা একটি ট্রাক ছিনতাই করে ও গেট ভেঙ্গে পালায় তারা। দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাপা এন কারাগারে বন্দী পালানোর এই ঘটনা ঘটে।

কারা কর্মকর্তা খিন থেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দীরা একজন কারা কর্মকর্তাকে আহত করে। এর পর তারা ট্রাকে করে পালিয়ে যায়।
তিনি এলাকাবাসীকে অপরিচিত বা রহস্যজনক কাউকে এলাকায় দেখলে পুলিশকে খবর দিতে বলেন।

প্রদেশটির পুলিশ প্রধান আং মায়াট বলেন, ৪১ জন বন্দী পালিয়েছে। তবে ইতিমধ্যে ৩ জনকে পুনরায় আটক করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মিয়ানমারে কারাগার ভেঙে পালিয়েছে ৪১ বন্দী

প্রকাশিত : ১২:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

মিয়ানমারে কারাগার ভেঙে পালিয়েছে ৪১ বন্দী। পুলিশ তাদের খুঁজছে। পলাতকদের মধ্যে তিন জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খবর এএফপির।

রবিবার কারাগারে প্রবেশ করা একটি ট্রাক ছিনতাই করে ও গেট ভেঙ্গে পালায় তারা। দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাপা এন কারাগারে বন্দী পালানোর এই ঘটনা ঘটে।

কারা কর্মকর্তা খিন থেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দীরা একজন কারা কর্মকর্তাকে আহত করে। এর পর তারা ট্রাকে করে পালিয়ে যায়।
তিনি এলাকাবাসীকে অপরিচিত বা রহস্যজনক কাউকে এলাকায় দেখলে পুলিশকে খবর দিতে বলেন।

প্রদেশটির পুলিশ প্রধান আং মায়াট বলেন, ৪১ জন বন্দী পালিয়েছে। তবে ইতিমধ্যে ৩ জনকে পুনরায় আটক করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।