০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

১৪ আরোহী নিয়ে রুশ জঙ্গি বিমান নিখোঁজ

সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার একটি আইএল-২০ সামরিক বিমান নিখোঁজ হয়েছে। রাডারে বিমানটিকে সনাক্ত করা যাচ্ছে না। সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরের উপরে সিরীয় উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে রুশ আইএল-২০ জঙ্গি বিমানের ক্রুদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি মেইমিন বিমানঘাঁটিতে ফিরছিল। সোমবার রাত ১১ টার দিকে বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। এরইমধ্যে উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা শুরু করেছে রাশিয়া।

আইএল-২০ বিমান হচ্ছে রুশ বাহিনীর গোয়েন্দা বিমান যাতে বিশাল আকারের অ্যান্টেনা, ইনফারেড ও অপটিক্যাল সেন্সর রয়েছে। এর সাইড লুকিং এয়ারবোর্ন রাডার ও স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে সিরিয়ার আকাশের ওপর নজর রাখে রুশ সেনারা।

ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়ে সিরিয়া ঘোষণা দেয়ার পর পরই রুশ বিমান নিখোঁজ হওয়ার খবর বের হয়।

সিরিয়া বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সোমবার রাতে ভূমধ্যসাগর থেকে লাতাকিয়ার রাষ্ট্রীয় কৌশলগত কারখানার ওপর হামলা চালানো হয়।

রুশ সূত্র থেকে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও ভূমধ্যসাগরে অবনস্থানরত ফ্রান্সের ফ্রিগেট থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রাত ১০টার দিকে হামলা শুরু হয় এবং তা এক ঘণ্টা ধরে চলে। একটি বিদ্যুৎকেন্দ্র এবং দুটি সামিরক অবস্থানে হামলা চালানো হয়। ইসরাইলের চারটি এফ-১৬ বিমান হামলায় অংশ নেয়। তবে ইসরাইল এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। সূত্র: এএফপি ও পার্সটুডে

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

১৪ আরোহী নিয়ে রুশ জঙ্গি বিমান নিখোঁজ

প্রকাশিত : ১২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার একটি আইএল-২০ সামরিক বিমান নিখোঁজ হয়েছে। রাডারে বিমানটিকে সনাক্ত করা যাচ্ছে না। সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরের উপরে সিরীয় উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে রুশ আইএল-২০ জঙ্গি বিমানের ক্রুদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি মেইমিন বিমানঘাঁটিতে ফিরছিল। সোমবার রাত ১১ টার দিকে বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। এরইমধ্যে উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা শুরু করেছে রাশিয়া।

আইএল-২০ বিমান হচ্ছে রুশ বাহিনীর গোয়েন্দা বিমান যাতে বিশাল আকারের অ্যান্টেনা, ইনফারেড ও অপটিক্যাল সেন্সর রয়েছে। এর সাইড লুকিং এয়ারবোর্ন রাডার ও স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে সিরিয়ার আকাশের ওপর নজর রাখে রুশ সেনারা।

ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়ে সিরিয়া ঘোষণা দেয়ার পর পরই রুশ বিমান নিখোঁজ হওয়ার খবর বের হয়।

সিরিয়া বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সোমবার রাতে ভূমধ্যসাগর থেকে লাতাকিয়ার রাষ্ট্রীয় কৌশলগত কারখানার ওপর হামলা চালানো হয়।

রুশ সূত্র থেকে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও ভূমধ্যসাগরে অবনস্থানরত ফ্রান্সের ফ্রিগেট থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রাত ১০টার দিকে হামলা শুরু হয় এবং তা এক ঘণ্টা ধরে চলে। একটি বিদ্যুৎকেন্দ্র এবং দুটি সামিরক অবস্থানে হামলা চালানো হয়। ইসরাইলের চারটি এফ-১৬ বিমান হামলায় অংশ নেয়। তবে ইসরাইল এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। সূত্র: এএফপি ও পার্সটুডে