যুদ্ধের দিন শেষ হয়ে গেছে, এখন শান্তি প্রতিষ্ঠার সময়। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে। খবর রয়টার্সের।
প্রেসিডেন্ট মুন বলেন, উত্তর এবং দক্ষিণ কোরিয়া শান্তির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। শান্তি প্রতিষ্ঠাই হল এখন আমাদের প্রধান উদ্দেশ্য।
একান্ত বৈঠক শেষে দুই নেতা সংবাদ সম্মেলনে গতকাল বুধবার জানান, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র ও পরমাণু ঝুঁকি মুক্ত ভূমিতে পরিণত করার জন্য তারা সম্মত হয়েছেন।
মুন বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর বিশেষজ্ঞদের উপস্থিতিতে কিম জং উন স্থায়ীভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দিতে রাজি হয়েছেন। এটা সত্যি আনন্দের।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও জানান, কিম পরমাণু ঘাঁটি বন্ধ করতেও রাজি হয়েছেন। তবে তিনি শর্ত দিয়েছেন আমেরিকাকে অনুরূপ পদক্ষেপ নিতে হবে। অবশ্য কিম আমেরিকার কাছ থেকে কী ধরনের পদক্ষেপ আশা করেন তা স্পষ্ট নয়।


























